• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

টেকনাফে অপহৃত একই পরিবারের ১১ জনকে উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০২:৪৪ পিএম
টেকনাফে অপহৃত একই পরিবারের ১১ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অপহরণকারী চক্রের আস্তানা থেকে একই পরিবারের অপহৃত নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছেন পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গহীন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। পরে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিদুয়ান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় একই পরিবারের ১১ সদস্যকে অপহরণের খবরে অভিযান চালানো হয়। আলী খালী গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

উদ্ধার ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

Link copied!