কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়ারী এবং সদর উপজেলায় চোরাই অটোরিক্সাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার(১১ এপ্রিল) দুপুরে পুলিশ লাইন হলরুমে এক সংবাদ সম্মেলন এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
এর আগে, সোমবার (১০ এপ্রিল) রাতে নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের শালমারা এলাকা থেকে ৮ জুয়ারীকে আটক করা হয়।
আটকরা হলেন নাগেশ্বরীর ভবানন্দের কুটি এলাকার শ্রী অমৃত কুমার (৫২), একই উপজেলার বাহারবন্দ এলাকার মো. হোসেন আলী (৪৭), কালীগঞ্জ বাজার এলাকার শ্রী রাজচন্দ্র বিশ্বাস (২৮), মো. যাদু মিয়া (৪২), মন্নেয়ার পাড় এলাকার মো. মোজাফ্ফর হোসেন (৩০), ভিতরবন্দ এলাকার শহিদুল ইসলাম (৩২), ধনীরভিটা এলাকার মো. সাইফুল রহমান (৪৫) ও কুড়িগ্রাম সদরের নিধিরাম এলাকার মো. আলতাফ হোসেন (৪৭)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নাগেশ্বরীর শালমারা এলাকায় জুয়া খেলারত অবস্থায় ৮জনকে আটক করে নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬৫ হাজার ৬শ ১০ টাকা, জুয়াখেলার কাজে ব্যবহৃত একটি ছামিয়ানা, জুয়ার সরন্জাম, ১২ ভোল্টের দুটি ব্যাটারী, ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার রাতে কুড়িগ্রাম থানার বিশেষ টিম লালমনিরহাটের বড়বাড়ি হাট এলাকা থেকে আজিজুল ইসলামকে (৩২) আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে ভুরুঙ্গামারীর চর এলাকায় অভিযান চালিয়ে মো. শফিউল আলম (৩০), ও মো. খলিলুর রহমানকে (৩৯) আটক করে। পরে তাদের কাছ থেকে ৪টি চোরাই অটোরিক্সা জব্দ করা হয়।
পুলিশ সুপার বলেন, “জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৩৫টি মাদক মামলায় ২১৭ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে ১৭১ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া বিপুল পরিমান মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।