যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০৪টি মহিষ আমদানি করা হয়েছে। এর মধ্যে গাভি মহিষ ৪৮টি, মহিষের বাচ্চা ৪৮টি ও ৮টি ষাঁড় মহিষ রয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ৭টি ট্রাকে এই মহিষগুলো বেনাপোল বন্দরে আসে।
কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, আমদানিকারক ঢাকার জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের নোরায়াল ডেইরি ফার্ম।
আমদানির কাগজ পত্রের তথ্যের অনুযায়ী, মহিষগুলোর আমদানি মূল্য এক লাখ ১৭ হাজার ৬৪৭ মার্কিন ডলার। যা বাংলাদেশি ঢাকায় এক কোটি ৩৮ হাজার ৮২৩ লাখ টাকা। শুল্ক মুক্ত সুবিধায় এসব মহিষ বন্দর থেকে ছাড়পত্র দেওয়া হবে। পরে মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে যাবে।
এ বিষয়ে শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল সংবাদ প্রকাশকে বলেন, “প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হবে। আমদানি করা মহিষ দেশে দুধের চাহিদা ও মহিষের বিস্তার বাড়াতে বড় ভূমিকা রাখবে।”