• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

ডিসির পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে পাওয়া গেল ১০০ বস্তা সিল মারা ব্যালট পেপার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৮:৩৩ পিএম
ডিসির পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে পাওয়া গেল ১০০ বস্তা সিল মারা ব্যালট পেপার

নাটোর জেলা প্রশাসকের (ডিসি) পুরোনো বাংলোর একটি পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে ১০০ বস্তা সিল মারা ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকায় ডিসির পুরোনো বাংলো থেকে ওই ব্যালট পেপার উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৮ মার্চ) সকালে নাটোর সদর হাসপাতালের সামনে ডিসির পুরোনো বাংলোয় তালাব পুকুরে দুইজন যুবক বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বরশি পানির নিচে আটকে গেলে তারা পানিতে নামেন। এ সময় একটি কম্বলে আটকে যাওয়া বরশি খুলে দেখে, একটি এয়ারগান ও একটি দোনালা বন্দুক। পরে বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ আসে।

ডুবুরিদল পুকুরে নেমে আরও চারটি শর্টগান উদ্ধার করে। পরে পুকুরের পানি নিষ্কাশন শুরু করা হয়। এ সময় পুকুরের পাশ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক বস্তা সিল মারা ব্যালট পেপার নজরে আসে প্রশাসনের। পরে ওই ব্যালট পেপার উদ্ধার করে পুলিশ। এ সময় নির্বাচনী কিছু সরঞ্জামও পাওয়া যায়।

এ বিষয়ে নাটোর জেলা প্রশাসনের মেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম বলেন, “যে ব্যালট পেপারগুলো পাওয়া গেছে, তা সব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালট পেপারের স্থায়ীত্বকাল ছয় মাস। এরই মধ্যে সেই সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে টেন্ডারও হয়ে গেছে। বাকি ব্যালট পেপার নিয়েও গেছে। এগুলো ট্রেজারিতে রাখা ছিল এবং পরবর্তীতে তা উপজেলা নির্বাচনের সময় স্থানান্তর করা হয়।”

রাশেদুল ইসলাম আরও বলেন, “পুকুরে পাওয়া ব্যালট পেপারগুলো কে বা কারা নষ্ট করেছে, তা জানা নেই। নির্বাচন অফিসে যে টেন্ডার হয়েছে, টেন্ডার অর্থে আমরা তা ফিরত দিয়েছি।”

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে চারটি শর্টগানসহ ছয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ওই পুকুরে আরও অস্ত্র আছে কি না, তা খোঁজ করতে পুকুরের পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়। এ সময় পুকুরের পাশ থেকে প্রায় ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। কতগুলো ব্যালট তা পরবর্তীতে গণনা করে জানা যাবে।”

Link copied!