• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ১০:০২ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসসহ ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ১০টি যানবাহন নয়, বরং ৪টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তথ্যটি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার এএসআই সগির মিয়া জানান, আজ (রোববার) ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কিছু দূরে এ দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

এএসআই সগির মিয়া আরও জানান, চারটি যানবাহনের মধ্যে ৩টি বাস ও একটি মাইক্রোবাস রয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে সাকুরা পরিবহনের চালকের পা ভেঙে গেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

Link copied!