‘সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার, কিছু আপনার‘ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য প্রতিবছরের ন্যায় এবারও ১০ টাকায় বিক্রি করছে গরুর মাংস, শাড়ি ও লুঙ্গি।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে তাদের এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এসময় সংগঠনের উপদেষ্টা উত্তরা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক জুবায়ের বিপ্লব, রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ অতিথি ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি জাহিদুল ইসলাম সৌরভ।
আয়োজকরা জানান, এ কর্মসূচি চলবে ঈদের আগের দিন পর্যন্ত। উদ্বোধনী দিনে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি বিক্রি করা হয়। বিনামূল্যে কোনো জিনিস নিলে প্রত্যেক মানুষের মনে কিছুটা হলেও লজ্জাবোধ করে। তাই নামমাত্র দামে মাত্র ১০ টাকায় গরুর মাংস, শাড়ি ও লুঙ্গি বিক্রি করছে সংগঠনটি। এতে খুশি অসহায় ও দরিদ্র মানুষ।