মাদারীপুরের কালকিনিতে দুই সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী বাবু শরীফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (৯ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের মো. আজিজ মুন্সির ছেলে হাকিম মুন্সির সঙ্গে একই এলাকার বাবু শরীফের স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ওই গৃহবধূকে নিয়ে হাকিম পালিয়ে যান।
ওই গৃহবধূর স্বামী বাবু শরীফ বলেন, “আমার ১০ মাসের একটি সন্তানসহ দুইটি সন্তান রেখে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ ও মোবাইলসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে হাকিম মুন্সির হাত ধরে আমার স্ত্রী উধাও হয়েছে। আমি তাদের নামে থানায় অভিযোগ করেছি। আমি তাদের নামে মামলা করবো “
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, “ওই গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্বামী লিখিত অভিযোগ করেছেন। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”