• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৬:১০ পিএম
ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ফেনী সদর উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এঘটনায় তিনটি মোটরসাইকেল আগুনে পুড়ে দেয় হামলাকারীরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছনুয়া ইউনিয়নের লেমুয়া-ছনুয়া রাস্তার মাথা নামক এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের অনুসারীরা ছনুয়াতে যায়। সেসময় সাবেক ছাত্রদল নেতা আহসান সুমন ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা নিজাম গ্রুপের সদস্যরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের অনুসারীদের কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এছাড়া ঘটনাস্থলে তিনটি মোটরসাইকেলে আগুন জালিয়ে দেয়।

পরে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ফেনী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি এম সালাহউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।

এসময় বক্তারা হামলাকারী আহসান সুমনকে চিহ্নিত মাদক কারবারি আখ্যায়িত করে তাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

ফেনী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসিফ ইকবাল জানান, আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!