• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দেড় লাখ ইয়াবাসহ বাবা-ছেলে আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৮:৪১ পিএম
দেড় লাখ ইয়াবাসহ বাবা-ছেলে আটক

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এদিন ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়ায় অভিযান পরিচালনা করে ওই এলাকার মৃত মুছা আকবরের ছেলে আবুল হোসেন (৫৫) এবং তার ছেলে মো. মোস্তাক আহম্মদকে (২১) আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, বুধবার ভোর রাতে মাঝেরপাড়ায় কিছু লোকজন মাদকের বড় একটি চালান পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়।

ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন সন্দেহজনক লোক সঙ্গে থাকা দুইটি বস্তা ফেলে দিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে র‌্যাব সদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ফেলে দেওয়া বস্তা দুইটি খুলে ১ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, “আটকরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত থেকে মাদকের চালান সংগ্রহ করে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল।“ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!