• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত, শিশু আহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০২:২২ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত, শিশু আহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) রাত ১টার দিকে ক্যাম্প ৮ (ডব্লিউ) ও ক্যাম্প ৫ এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ আলম ক্যাম্প ৮ (ডব্লিউ), ব্লক ই, সাব-ব্লক: এ/৪২ পচা বাজার এলাকার মৃত মো. হাসিমের ছেলে।

এ ঘটনায় তাইফুর (১২) নামের  আরও এক শিশু আহত হয়েছে। সে ক্যাম্প ৫, ব্লক ডি, সাব-ব্লক: ডি/৫ পচা বাজার এলাকার নুরুল আমিনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ক্যাম্পে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Link copied!