• ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৭ রমজান ১৪৪৬

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০২:২৩ পিএম
টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক উপজেলার হাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, চালভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী আলুভর্তি অপর আরেকটি ট্রাক হাতিয়া নামক স্থানে পৌঁছলে ওই দুই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাকচালক মারা যান। আহত হন আরও দুইজন। পরে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত চালভর্তি ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুইজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Link copied!