• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০২:০৫ পিএম
মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
জেলার মানচিত্র

সুনামগঞ্জে দিরাইয়ে সরকারি খাস জমি (খেলার মাঠ) দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ পারুল মিয়া (৬৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলায় রফিনগর ইউনিয়নে বাংলা বাজারের দক্ষিণে খেলা মাঠে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উপজেলার রাফিনগর ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণে সরকারি মাঠ মাটি ফেলে দখল করাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান শৈলেন চন্দ্র দাশ, সাবেক চেয়ারম্যান রেজুয়ানের নেতৃত্বে ও মির্জাপুর গ্রামের কাদির মিয়া, সোনা মিয়ার নেতৃত্ব দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পারুল মিয়া নিহত হন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, “আমাদের টিম ঘটনাস্থলে আছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”

Link copied!