• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০, ২৯ শা'বান ১৪৪৬

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৬:১৮ পিএম
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে গফুর মিয়া (৫০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত গফুর উপজেলার মাঝিরা এলাকার সুইকা জর্দারের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।

এদিকে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে গফুর মিয়া তার অটোরিকশায় যাত্রী নিয়ে মধুপর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছলে মধুপুরগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকসহ রিকশাটি খাদে পড়ে ৫ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের মধ্যে অটোরিকশাচালককে মৃত ঘোষণা করেন দায়িত্বরত ডাক্তার।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়। আহতরা চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!