• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ১


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৩, ০৮:০৯ পিএম
সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ১

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের খাসরাং রিসোর্টের পাশে একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি পাহাড়ি গভীর খাদে পড়ে ফারদিন হাসান বিশাল (৩৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৩ মার্চ) বিকেল ৫ টার দিকে কংলাক পাহাড় থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিশালের বাড়ি ঢাকা শ্যামপুর বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, “শুক্রবার বিকেলে কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।”  

Link copied!