• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

৪ জঙ্গির দুই দিনের রিমান্ড মঞ্জুর


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৮:৫২ এএম
৪ জঙ্গির দুই দিনের রিমান্ড মঞ্জুর

ময়মনসিংহে ব্যাংক ডাকাতি করতে এসে র‍্যারের হাতে গ্রেপ্তার হওয়া জেএমবির ৪ সদস্যকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (৫ আগস্ট) সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে পাঠানো চার জেএমবি সদস্য হলেন ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী (৩৪), মো. আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)।

কোর্ট ইন্সপেক্টর প্রসূন কান্তি দাস জানান, আসামিদের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর)  রাতে র‌্যাব-১৪-এর সুবেদার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

র‍্যাব জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে র‍্যাব-১৪-এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে ৪ জঙ্গিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমা সদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা, লক ব্রেকিংসহ বিভিন্ন সরঞ্জামাদি এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তাদের জঙ্গিসংশ্লিষ্টতা ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য দেয়। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। এই স্তরের সদস্যরা বিভিন্ন জঙ্গি অপারেশনে সক্রিয় অংশগ্রহণ করেন। সম্প্রতি তারা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ডাকাতি করার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে আশপাশের একটি ব্যাংক ডাকাতি করতে ময়মনসিংহে আসেন।

Link copied!