• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৪:৫৬ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

গত ১২ মে কুতুপালং ক্যাম্প-১ ডি/৪ ব্লকে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৬ রোহিঙ্গা দগ্ধ হয়। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মে) ৩ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- হাফিজুল মোস্তফা (৭), নুর আলম (৫৯) ও তার ছেলে আনোয়ার কামাল (১২)।

কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) নাঈমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Link copied!