• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

নদীতে ডুবে ৩ বোনের মৃত্যু


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ১০:০৬ পিএম
নদীতে ডুবে ৩ বোনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নেমে একই পরিবারের তিন বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই গ্রামে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালের দিকে উপজেলার কুতুপুর ইউনিয়নের নাটারাম এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো উপজেলার ওসমানপুর রবিউল ইসলামের মেয়ে রাবেয়া বাশরী (১০), তার বড় বোন রুবিনা আক্তার (১৬) ও তাদের জ্যাঠাতো বোন সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১১)।

এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে উপজেলার ওসমানপুর থেকে নাটারাম শেখপাড়ায় ফুফু কোহিনুর বেগমের বাড়িতে বেড়াতে যান সাদিয়া, রাবেয়া ও রুবিনা। ঘটনার দিন বৃহস্পতিবার বিকালের দিকে ফুফুর বাড়ির পাশে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নামে তারা। এ সময় পা পিছলে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় তিন বোন। আশপাশের লোকজন ছুটে এসে নদী থেকে মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক এ এইচ এম সানাউল হক  বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, কারও ওপর কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!