• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পাথর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৮:৪১ এএম
পাথর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পঞ্চগড় সদর উপজেলায় গোলাম আজম (৫৩) নামের এক পাথর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড়র সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়াল পাড়া এলাকায় তার নিজ শয়ন ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা যায়, নিহত গোলাম আজম ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়াল পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি পাথর ব্যবসার পাশাপাশি পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার রাত সাড়ে ১০টায় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম সফিকুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সন্ধ্যায় খবর পেয়ে গোলাম আজমের লাশ আমরা উদ্ধার করেছি তার নিজ শয়ন ঘর থেকে। তার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিক অবস্থায় দেখে আমাদের সন্দেহ করছি এটি খুনের ঘটনা। ক্রাইমসিনের অবস্থা দেখে ও তদন্ত করে আইনি ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়া হবে।”
 

Link copied!