• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৩:১৮ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু 

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়া মাটির চাপায় আহত হয়েছে নয়-দশ জন।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এ দুর্ঘটনা ঘটে। মৃতদের সবাই রোহিঙ্গা নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন)  এর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

নিহতরা হলেন, উখিয়ার বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের জি-৩৭ ব্লকের নুর মোহাম্মদের মেয়ে নুর নাহার (৩০), শাহা আলমের ছেলে শফিউল আলম (১২), জি-৩৮ ব্লকের ইউসুফের স্ত্রী দিল বাহার (২৪) ও তাদের দুই সন্তান আব্দুর রহমান (৪) ও আয়েশা ছিদ্দিকা (২)। আহতরা হলেন, শাহ আলমের মেয়ে নুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮)।

সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ভারী বর্ষণে দুপুর ১টার দিকে উক্ত ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ এই পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

নিজাম উদ্দিন আরও বলেন, ‘আমরা পাহাড়ধসে পাঁচজন নিহতের খবর পেয়েছি। এ ঘটনা ঘটেছে ১০ নম্বর ক্যাম্পে। এ ছাড়া ৮ নম্বর ক্যাম্পে একজন শিশু পানিতে ডুবে মারা গেছে। তবে সকালের কোনো সময়ে এ ঘটনা ঘটেছে, সেটি এখনও আমরা জানতে পারিনি। রিপোর্ট পেলে বিস্তারিত জানতে পারব। ভারী বর্ষণের কারণে পাহাড়ধস হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য মঙ্গলবার ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের বেশকিছু বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে।

প্লাবিত হওয়া ক্যাম্পগুলো হলো কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১নং ক্যাম্প, টেকনাফের ২৬নং ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪নং ক্যাম্প, ২৭নং ক্যাম্প ও মধুছড়া ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা বসতি পানিতে তলিয়ে গেছে।

Link copied!