• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আ. লীগ নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ১


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০১:১১ পিএম
আ. লীগ নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ১

পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম নিলুর স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “নিহত শামীম হোসেনের বাবা নুর আলী বাদী হয়ে বুধবার রাতে তারিকুল ইসলাম নিলুসহ তার পরিবারের ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে মামলা করেন। এরপর নিলুর স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু হারের পর কর্মী-সমর্থকদের নিয়ে নাজিরপুর হাটে একটি চায়ের দোকানে বসে আলোচনা করছিলেন। এ সময় নিজ দলের পরাজিত বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলাম নিলু, তার ছেলে ইমরান হোসেনসহ কয়েকজন অতর্কিত তাদের ওপর হামলা চালায়। সেসময় মধুর নির্বাচনী এজেন্ট শামীম হোসেন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শামীম স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনিও মেম্বার প্রার্থী ছিলেন।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বুধবার আইনি প্রক্রিয়া শেষে পুলিশের উপস্থিতিতে শামীমের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

Link copied!