জয়পুরহাটের সদর উপজেলায় ভবঘুরে এক মানসিক ভারসাম্যহীন নারী (৩৫) একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার কোমরগ্রাম কুমড়াপাড়া এলাকায় রাস্তার পাশে নবজাতকের জন্ম হয়। তবে ওই নারীর প্রকৃত নাম-পরিচয় কেউ জানে না, জানে না ওই শিশুর বাবার পরিচয়।
এদিকে মানসিক ভারসাম্যহীন ওই নারী সন্তানের জন্য হাসপাতালের বিভিন্ন তলায় ছুটাছুটি করেছেন বলে জানা গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ (রোববার) বিকেলে সদর উপজেলার কোমরগ্রাম কুমড়াপাড়া এলাকার রাস্তার পাশে ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। এ সময় সে চিৎকার শুরু করে। তাৎক্ষণিকভাবে স্থানীয় মহিলারা এসে সেখানের তার বাচ্চা হওয়ার ব্যবস্থা করে। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই নারী ও কন্যাশিশুকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মা ও নবজাতক মেয়ে সুস্থ আছেন।
জানতে চাইলে হাসপাতালের নার্স জলি রানী জানান, সাত মাস বয়সে নবজাতকের জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির ওজন এক কেজি দুইশ গ্রাম। তবে বর্তমানে শিশুটি সুস্থ আছে।
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক পুলক সরকার বলেন, “ঘটনাস্থল থেকে মানসিক ভারসাম্যহীন ওই প্রসূতি নারী ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জানতে চাইলে ওই নারী হেনা নাম বলেছে। কিন্তু এটিই প্রকৃত নাম কিনা তা বলা যাচ্ছে না।”
এদিকে বাচ্চাটিকে অনেকেই লালন-পালন করার জন্য নিতে চাচ্ছেন বলেও জানান ওসি।