• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

‘বঙ্গবন্ধু বিশ্বের শ্রেষ্ঠ শাসক ছিলেন‍‍’


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৯:৫৪ এএম
‘বঙ্গবন্ধু বিশ্বের শ্রেষ্ঠ শাসক ছিলেন‍‍’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, “বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না। তিনি বিশ্বের শ্রেষ্ঠ শাসক ছিলেন। রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি সাহসী ছিলেন, ত্যাগী ছিলেন।”

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধুর জীবন ও কর্ম স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং মুজিববর্ষ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “তিন বছরে এই যুদ্ধবিধ্বস্ত দেশ কীভাবে পরিচালনা করতে হবে, তা মহাপরিকল্পনা করে শাসন করেছিলেন বঙ্গবন্ধু। যুদ্ধবিধ্বস্ত দেশে কিছুই ছিল না। তিনি প্রশাসন গড়ে তুলেছিলেন, শিক্ষানীতি, শিল্পনীতি, স্বাস্থ্যনীতি সবকিছু ঠিক করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন।”

মন্ত্রী আরও বলেন, “স্বাধীনতার ৫০ বছর পূর্তি চলছে। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, শুধু মুখে মুখে বললে হবে না। আমরা শ্রদ্ধাশীল, মুখে বললে হবে না। কাজের মাধ্যমে সেগুলো প্রমাণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে। নিজস্ব ভবনসহ অবকাঠামো করা হবে।”

শান্তি মিশনে র‌্যাবকে নিষিদ্ধ করার চিঠির বিষয়ে মন্ত্রী আরও বলেন, “যারা চিঠি দিয়েছেন, এটা তাদের ব্যাপার। তবে ১২টি সংস্থা বাংলাদেশের এই বিশাল বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা ঠিক হয়নি। কারণ, একটা বাহিনীর সফলতা ও ব্যর্থতা থাকে। তবে এটি পুরো বাহিনীর জন্য নয়।  অসত্য দিয়ে চিঠি দিয়েছেন, তা বাংলাদেশের জন্য কাম্য নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ সময় আরও বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, ইউনিভার্সিটির আইটি শিক্ষার্থী অনিমা জামান প্রমা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ন আখতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

Link copied!