• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘কালকের প্রতিমন্ত্রী, আজকে জিরো‍‍’


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ১০:২৪ এএম
‘কালকের প্রতিমন্ত্রী, আজকে জিরো‍‍’

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, “ক্ষমতায়  বসে অনেকের মধ্যে অহংকার ঢুকে যায়। তখন সবাইকে প্রজা মনে করেন। সীমা অতিক্রমকারীকে আল্লাহতালা পছন্দ করেন না। সীমা অতিক্রম করেছে বলেই কালকে প্রতিমন্ত্রী আজকে জিরো।”
    
শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এমআর ডিগ্রি সরকারি কলেজ মাঠে জয়পুরহাটের আক্কেলপুর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, “বিকেলে-সন্ধ্যায় গ্রামের মোড়ে মিনি সংসদ বসে। সেখানে সরকারের পক্ষে-বিপক্ষে আলোচনার ঝড় উঠে। মানুষ পক্ষে-বিপক্ষে কথা বলবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামীন কুরআন মজিদে সুরা আল-ইমরানে বলছেন, আমি যখন যাকে ইচ্ছা করি ক্ষমতা ও সম্মান প্রদান করি, আবার যখন ইচ্ছা করি তার কাছ থেকে ক্ষমতা-সম্মান ফেরত নেই।”

যৌথ এই সম্মেলনের সভাপতিত্ব করেন আক্কেলপুর  পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক। অন্যদের মধ্যে বক্তব্যে দেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, সহসভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, ছাত্রলীগের সাধারণ আবু বক্কর সিদ্দিক।

Link copied!