• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

৯০ লাখ টাকার সোনার বারসহ চোরাকারবারি আটক


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৯:৩৯ পিএম
৯০ লাখ টাকার সোনার বারসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রাম থেকে (১ কেজি ৩৯৭ গ্রাম) ১২টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচাল মোহাম্মদ নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শাহাবুল ইসলাম (৪৪) মেদেনীপুর গ্রামের আলী আহম্মদের ছেলে।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচাল মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৮ বিজিবির অধীনে উপজেলার মেদেনীপুর বিওপির নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শাহাবুল নামের এক ব্যক্তি মোটরসাইকেলযোগে কৌশলে পালানোর চেষ্টা করে। ওই সময় তাকে আটক করেন বিজিবি সদস্যরা।

তার দেহ তল্লাশি চালিয়ে ১২টি সোনার বার (১ কেজি ৩৯৭ গ্রাম) পাওয়া যায়। আটক শাহাবুল ইসলামকে জীবননগর থানায় সোপর্দ করা হয়। জীবননগর থানায় বিজিবি নায়েক নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

Link copied!