• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

৭ লাখ পিস ইয়াবাসহ আটক ৫


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০৯:৫৪ পিএম
৭ লাখ পিস ইয়াবাসহ আটক ৫

কক্সবাজারের পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় সাত লাখ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বিজিবির রামু সেক্টর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসেন কবির।

মেহেদী হোসেন কবির জানান, শুক্রবার (২২ এপ্রিল) মধ্যরাতে উখিয়ার করইবুনিয়া এলাকার শীর্ষ মাদককারবারী ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করে বিজিবি। পরে তাদের তথ্যের ভিত্তিতে রেজুপাড়া ও গর্জনবুনিয়ার পোড়ি এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মো. রফিক আলম ইসলাম নামের আরেকজনকে গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মূলত ঈদকে টার্গেট করে এ ইয়াবার চালান মজুদ করা হয়েছিল। ২০১৯ সালের পর এটি বিজিবির অভিযানে উদ্ধার হওয়া সবচেয়ে বড় ইয়াবার চালান।

Link copied!