• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২২, ০৭:৩৩ পিএম
৭ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

ভোলার লালমোহন উপজেলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে সাত বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর আদাবরের সুনিবিড় এলাকায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বুধবার (২৯ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক আসামি রিপনকে বৃহস্পতিবার (৩০ জনু) সকালে ভোলা নিয়ে যাওয়ার পর কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো মাকসুদুর রহমান মুরাদ। রিপন উপজেলার দক্ষিণ ফুলবাগিচা গ্রামের বাসিন্দা মো. মোতালেব মিয়ার ছেলে।

ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, রিপন জয়দেবপুর থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৫ সালে লালমোহন থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এরপর থেকে তিনি প্রায় সাত বছর ধরে পলাতক ছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!