কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে ৭০ লিটার চোলাই মদ পাচারকালে কৃষ্ণলাল স্বপন নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাঠের ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি প্লাষ্টিক ড্রামের ভিতর থাকা ১৪০ প্যাকেট মদের পুটলা জব্দ করা হয়।
সে দীর্ঘদিন যাবত মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
গ্রেপ্তার কৃষ্ণলাল স্বপন ভৈরব থানাধীন চন্ডিবের গ্রামের মৃত কালু লালের ছেলে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস বিশ্বাস বলেন, “গ্রেপ্তারকৃত কৃষ্ণলালের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”