• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

৭০ টাকার জন্য প্রাণ গেল গৃহবধূর


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০১:৫৯ পিএম
৭০ টাকার জন্য প্রাণ গেল গৃহবধূর

বগুড়ার শেরপুরের গাড়ীদহ ইউনিয়নে ৭০ টাকার জন্য জীবন দিতে হল লিজা খাতুন (২২) নামের এক গৃহবধূকে। 

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে কাপুরা পূর্বপাড়া এলাকা থেকে ওই গৃহবধূর শয়নঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বেলা ১২টায় গৃহবধূর লাশ ঘরের ভেতর ঝুলছে জানার পর এলাকাবাসী নিহতের স্বামী সোহেল রানাকে (৩০) আটক করে।

এলাকাবাসী জানায়, নিহতের স্বামী সোহেল রানা বাসের কন্ডাক্টর। বিয়ের পর থেকেই সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। লিজাকে প্রায়ই তার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলা হতো। লিজা টাকা আনতো সেই টাকা তাদের সংসারে খরচ করা হতো। শনিবার রাতে সোহেল রানা লিজাকে ৭০ টাকা দিয়েছিলো। সকাল বেলা লিজার কাছে ৭০ টাকা চাইলে লিজা জানায় টাকা খরচ হয়ে গেছে। এরপর সোহেল রানা স্ত্রী লিজাকে মারধর করে বাড়ির বাইরে চলে যান। পরে বাড়িতে এসে দেখেন লিজা গলায় ফাঁস দিয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা এখনও বলা যাচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর কীভাবে মৃত্যু হয়েছে জানা যাবে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

Link copied!