• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

৬ পা ও ৮টি দুধের বাঁট নিয়ে অদ্ভুত বাছুরের জন্ম


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ০৬:৫৮ পিএম
৬ পা ও ৮টি দুধের বাঁট নিয়ে অদ্ভুত বাছুরের জন্ম

নাটোরের বড়াইগ্রামে অদ্ভুত জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে একটি বকনা বাছুর। বাছুরটি ছয়টি পা, আটটি দুধের বাঁট ও দুটি প্রস্রাবের রাস্তা নিয়ে জন্মগ্রহণ করেছে।

উপজেলার পৌরসভার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন দুলাল হোসেনের বাড়ির একটি গাভী এ অদ্ভুত প্রকৃতির বাছুরটি প্রসব করে।

শুক্রবার (১২ আগস্ট) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাছুরটি সুস্থ আছে। এটিকে এক নজর দেখতে এলাকার শত শত মানুষ তার বাড়িতে ভিড় করছেন।

গরুর মালিক দুলাল হোসেন জানান, তিনি পাঁচ বছর যাবত গাভীটি লালন-পালন করছেন। বুধবার (১০ আগস্ট) গাভীটি একটি বাচ্চা প্রসব করে। জন্মের পর দেখা যায়, চারটি পা ছাড়াও এর পেছনের অংশে আরও দুটি পা রয়েছে। এছাড়া শারীরিক আরও কিছু ত্রুটি রয়েছে। তাই বাছুরটি দেখানোর জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে কিছু প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সুস্থ থাকলে বাছুরটির অপারেশনের মাধ্যমে প্রয়োজনে অন্য পাগুলো অপসারণ করা যাবে বলে জানানো হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, “বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!