• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৬০০ শিক্ষার্থী পেল করোনার টিকা 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৪:৫৮ পিএম
৬০০ শিক্ষার্থী পেল করোনার টিকা 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) উপজেলার সোনারগাঁও জি আর ইনস্টিটিউশনের (মডেল স্কুল কলেজ) ৬০০ জন শিক্ষার্থীদের মাঝে এ টিকা প্রদান করা হয়েছে।

সকালে ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় কোভিড-১৯ প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কাজল পাল, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রেজওয়ানুল ইসলাম, সোনারগাঁও জি আর ইনস্টিটিউশনের অধ্যক্ষ সুলতান মিয়া, সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান, সিনিয়র শিক্ষক অলক কুমার সাহা, ইসরাত জাহান, রঞ্জনা রানী, প্রদর্শক আফজাল হোসেন, শাহাদাত হোসেন রতন, মওদুদ আহম্মেদ, বিপ্লব বর্মন, স্বপন বিশ্বাস, নজরুল ইসলাম, নিলুফা, মুনিরা আক্তার, তাসলিমা, নাহিদা,মশিউর রহমানসহ প্রমূখ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!