• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

তিন তলা ভবনসহ হেলে পড়েছে মন্দির


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৮:১৭ এএম
তিন তলা ভবনসহ হেলে পড়েছে মন্দির

চট্টগ্রামের সদরঘাট এলাকার ফকির পাড়ায় তিন তলা ভবনসহ বেশ কয়েকটি ঘর হেলে পড়েছে। সোমবার (২০ ডিসেম্বর) রাতে ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সদরঘাট থানাধীন মাঝিরঘাট স্ট্যান্ড রোড এলাকায় রাতে একটি তিন তলা ভবন হেলে পড়ে। এর পাশে থাকা একটি মন্দির এবং একটি একতলা ঘরেও ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। তবে হতাহতে কোনো ঘটনা ঘটেনি।

এদিকে রাত বেশি হওয়ায় ঘর থেকে বের হতে অস্বীকৃতি জানান ভবনের বাসিন্দারা।এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, ভবনগুলোর পাশ দিয়েই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। খালের মাটি উত্তোলন করায় এমনটা ঘটতে পারে।

এলাকাবাসী জানান, তিন তলা ভবনটি মনোরঞ্জন দাশের এবং একতলা মাটির ঘরের মালিক  শম্ভু দাশ। তিন তলা ভবনটি হেলে একতলা মন্দিরের ওপর পড়ে।

Link copied!