• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জামায়াতের দুই কর্মী গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৭:২৫ পিএম
জামায়াতের দুই কর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (২৭ মার্চ) রাতে জেলার মাইজদী থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জামায়াত কর্মীরা হলেন মাইজদী কৃষারামপুর গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে নাছির উদ্দিন এবং মধুপুর গ্রামের লাল মিয়ার ছেলে ইকবাল ফারুক। নাছিরকে কাজী ভবন এবং ইকবালকে শহরের আমেনা ভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুক বলেন, “দলের নিরপরাধকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নাছির এবং ইকবাল সকল মামলায় জামিনে আছেন। গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।”
 

Link copied!