• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

২৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৯:৫৪ এএম
২৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে একটি পুরাতন পুকুর পুনঃখননের সময় বের হওয়া কালো পাথরের প্রায় ২৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের দেলুঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে উপজেলার দেলুঞ্জ গ্রামের আমজাদ হোসেন মাছ চাষের জন্য তার পুরাতন পুকুরটি খনন মেশিন দিয়ে পুনরায় খনন করছিলেন। এসময় মাটিকাটা শ্রমিকরা প্রায় ২৫ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণুমূর্তিটি দেখতে পান। তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী জানান, উদ্ধারকৃত কালো পাথরের মূর্তি এখন থানা হেফাজতে রয়েছে।

Link copied!