পদ্মা সেতু বদলে দিয়েছে অনেক কিছু। খুলে দিয়েছে সম্ভাবনার দ্বার। গত ১৮ বছর ধরে যে শরীয়তপুর থেকে ঢাকায় বাস চলাচল বন্ধ ছিল, সেতুর উদ্বোধনের পর তা আবার চালু হয়েছে।
পদ্মা সেতু উদ্বোধনের পরদিন, অর্থাৎ রোববার (২৬ জুন) সকাল সাড়ে ৮টায় শরীয়তপুর পৌর বাস টার্মিনাল থেকে ঢাকার সঙ্গে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। পদ্মা সেতু পেরিয়ে প্রথম বাসটি ঢাকার যাত্রাবাড়ীতে পৌঁছায় বেলা ১১টার দিকে।
২০০৪ সালের আগে ঢাকা-শরীয়তপুর সরাসরি বাস সার্ভিস ছিল। কিন্তু ফেরিতে অতিরিক্ত সময় লাগাসহ নানা কারণে ২০০৪ সাল থেকে এই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এর ফলে দুই দফা বাস পাল্টে ফেরি পার হয়ে শরীয়তপুর থেকে ঢাকায় আসতে হতো যাত্রীদের। সেই দুর্ভোগের অবসান ঘটল পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার জানান, সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১২টি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। জেলা থেকে অন্তত ৩০০ বাস চলাচল করবে বলে জানান তিনি।