প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে দৌলতদিয়ার দুটি ফেরিঘাট। পন্টুন ও র্যাম্পে পানি উঠে যাওয়ায় বন্ধ রাখা হয় ঘাট দুটি। শুক্রবার (২০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া শাখা।
সকালে খোঁজ নিয়ে জানা যায়, দৌলতদিয়া ফেরি ঘাটের পানির নিম্ন স্তরে পন্টুন ও র্যাম্প। হঠাৎ করেই পদ্মার পানি ৮০ সেন্টিমিটার বেড়ে গেলে পন্টুন ও র্যাম্পে পানি উঠে যায়। ফেরিতে যানবাহন উঠানামার সময় দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয় ৪ ও ৫ নম্বর ঘাট। ১৬ ঘণ্টা পর শুক্রবার বিকাল ৪টার দিকে খুলে দেওয়া হয় ঘাটগুলো। বিষয়টি বিআইডাব্লিউটিএর সার্ভেয়ার পাপ্পু কুমার নিশ্চিত করেন।
পাপ্পু কুমার জানান, পন্টুন ও র্যাম্পে পানি উঠে যাওয়ায় ৪ ও ৫ নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল। র্যাকারের সাহায্যে ঘাটগুলো পানির মধ্যম স্তরে উঠানো হয়েছে। ঘাটগুলো এখন ব্যবহারের উপযোগী। বাকি ঘাটের পন্টুন ও র্যাম্পগুলোও পানির নিম্ন স্তর থেকে মধ্যম স্তরে তোলা হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া শাখার সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, ১৮টি ফেরি চলাচল করছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে। গত রাত থেকে ৪ ও ৫ নম্বর ঘাট বন্ধ ছিল। বিকাল নাগাদ বিআইডব্লিউটিএ থেকে ঘাট দুটি মেরামত করার হয়েছে। এখন এই দুটি ঘাটেও ফেরি এসে ভিড়ছে।
এদিকে দুটি ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। পারাপরের অপেক্ষা কয়েক হাজার যানবাহন। এসবের মধ্যে রয়েছে পচনশীল ও অপচনশীল পণ্য বোঝাই ট্রাক এবং যাত্রীবাহী বাস।