• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

১৫০০ মানুষকে ডেন্টাল সেবা দিল মাশরাফির ফাউন্ডেশন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৩:৩৪ পিএম
১৫০০ মানুষকে ডেন্টাল সেবা দিল মাশরাফির ফাউন্ডেশন

নড়াইলে দুই দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তোজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। 

সোমবার (২২ নভেম্বর) বিকালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সেবা কেন্দ্রে এই কর্মসূচির সমাপ্ত হয়। দ্বিতীয় দিনে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে দন্ত চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর আগে ২১ নভেম্বর লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ১ হাজার দন্ত রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসকরা। 

আকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আদেলী এদিব খানের তত্ত্বাবধানে ১৪ জন দন্ত চিকিৎসক ৭টি বুথে দুই দিনে প্রায় দেড় হাজার রোগীর দাঁত পরীক্ষা করে পরামর্শ প্রদান করেন। 

মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে আকা ফাউন্ডেশন প্রথমবারের মতো নড়াইলে এত বিপুল সংখ্যক রোগী দন্ত পরীক্ষা করেন। চিকিৎসা শেষে প্রত্যেক রোগীকে টুথপেস্ট ও ব্রাশ উপহার দেয় মেডিপ্লাস। 

সোমবার বিকেলে চিকিৎসকদের মাঝে ক্রেস্ট তুলে দেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক। এ সময় উপস্থিত ছিলেন ডা. ইফফাত আরা দিশা, ডা. জান্নাতুল ফেরদৌস তিশা, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমূল ইসলাম টুলু, যুগ্ম সম্পাদক কামরুল আলম, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, ইস্রাফিল খবীর রাজু, গাজী মাহফুজুর রহমান।

Link copied!