• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

১২ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৫:১০ পিএম
১২ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩
ছবি: সংবাদ প্রকাশ

কুমিল্লার হোমনা উপজেলায় ভারতীয় শাড়ীসহ তিন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। 

আটকরা হলেন- ব্রাহ্মন পাড়া উপজেলার ফরিদ মিয়ার ছেলে মো. রুবেল (২২), মুরাদনগর উপজেলার কালু মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৬) এবং বুড়িচং উপজেলার আ. মতিনের ছেলে সুমন মিয়া (২৬)।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ঘারমোড়া নিলখী বাবরকান্দি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার ঘারমোড়া নিলখী বাবরকান্দি রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপভ্যান তল্লাশি করে এসব অবৈধ ভারতীয় শাড়ী থ্রী-পিছ এবং  চোরাচালানের সঙ্গে জড়িত তিনজন চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৮টি বস্তায় থাকা এক হাজার ২৪টি অবৈধ ভারতীয় শাড়ী থ্রী-পিছ ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৮০ টাকা। এছাড়া অবৈধভাবে ভারতীয় শাড়ী পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান (গাড়ী নং- ঢাকা মেট্টো-ন-২১-২২১৭) জব্দ করা হয়।  
 
হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কিন্তু চোরাই পথে ভারতীয় এসব অবৈধ থ্রী-পিছ নিয়ে এসে হোমনা, মুরাদনগর, মেঘনা ও তিতাসসহ আশপাশের এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল। পরে ভোরে গোপন সংবাদ পেয়ে তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, “আটক চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

Link copied!