• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

হিমাগার পেয়ে খুশি ম্রলংবাসী


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৯:২৪ পিএম
হিমাগার পেয়ে খুশি ম্রলংবাসী

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি ও ইউনাইডেট ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) অর্থায়নে ৩৩ লাখ টাকা ব্যয়ে সৌর বিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার স্থাপন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ম্রলং ম্রো পাড়ায় হিমাগারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উদ্বোধনী শুরুতেই ম্রো সম্প্রদায় নিজেদের ঐতিহ্য সংস্কৃতি প্রুংপ্রেং বাঁশি বাজিয়ে আগত অতিথিদের বরণ করে নেন। উদ্বোধন শেষে আলোচনা সভা আয়োজন করা হয়।

সভায় লাইভলিহুড ও কমিনিউটি মোবিলাইজেশন কর্মকর্তা মো. তারিক আকবর সঞ্চালনায় জেলা পরিষদে মুখ্য নির্বাহী এ টি এম কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, ইউএনডিপি প্রকল্প পরিচালক খুশী রায় ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য সিয়ং খুমী, পরিষদের সদস্য তিংতিংম্যা মার্মা, উপজেলা সার্চ সহায়ক মংচিংনু মারমাসহ এলাকাবাসী ও গণমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!