• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

হাসপাতালে এক কয়েদির মৃত্যু


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৫:৩৪ পিএম
হাসপাতালে এক কয়েদির মৃত্যু

পাবনায় হাতেম আলী প্রামানিক (৬০) নামের এক কয়েদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হাতেম আলী পাবনার সুজানগরের মুন্তাজ প্রামানিকের ছেলে।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

পাবনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শাহ আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চার দিন আগে সুজানগরের একটি হত্যা মামলার আসামি হয়ে হাতেম আলী কারাগারে আসেন। সকালে তিনি অসুস্থতাবোধ করলে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়। 

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!