• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২২, ০৭:১৩ পিএম
হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

ঘূর্ণিঝড় ‘অশনির’ কারণে সমুদ্র উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেন।

ইউএনও মো.সেলিম হোসেন বলেন, “সোমবার (৯ মে) সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ থাকবে।”

এলাকাবাসী জানিয়েছেন, উপজেলায় সকাল থেকে বৈরী আবহাওয়া। ঘূর্ণিঝড় অশনির কারণে নদীর মোহনা উত্তাল। এতে করে দুর্ভোগে পড়েছেন হাতিয়া থেকে ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অপেক্ষমান যাত্রীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাছ ধরার সকল প্রকার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হাতিয়ার ওপর দিয়ে সকাল থেকে দমকা হাওয়া ও ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!