• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

হাওরে ৩ দিনব্যাপী নৌ উৎসব সম্পন্ন


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০২:০৯ পিএম
হাওরে ৩ দিনব্যাপী নৌ উৎসব সম্পন্ন

সুনামগঞ্জে খরচার হাওরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই উৎসবে দেশেরে বিভিন্ন জায়গা থেকে প্রায় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন।

মুজিববর্ষ উপলক্ষে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত রোববার (৫ সেপ্টেম্বর) থেকে নৌ উৎসব শুরু হয়। উৎসবে নৌকা প্রতিযোগিতা দেখতে জেলার সর্বস্তরের মানুষের ঢল নামে হাওরপাড়ে।

বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই উৎসবটি হারিয়ে যেতে চলেছে। মুজিব বর্ষ উপলক্ষে নৌকা প্রতিযোগিতার আয়োজন করে মানুষকে আনন্দ দিতে পেরে আমরা নিজেরাও আনন্দিত।” 

Link copied!