ফেনীর পরশুরামে দোকান কর্মচারীকে হত্যা মামলার অন্যতম আসামি মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৪ জানুয়ারি) টঙ্গীর চেরাগআলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম পতেঙ্গাস্থ র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরামে দোকান কর্মচারী চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি নুরুজ্জামান ভুট্টোকে গাজীপুর জেলার টঙ্গীর চেরাগ আলী থেকে গ্রেপ্তার করেছেন র্যাব-৭-এর সদস্যরা। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ফেনীর পরশুরাম থানায় একটি হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে।
মো. নুরুল আবছার জানান, গ্রেপ্তার আসামিকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ২৩ ডিসেম্বর ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামে শাহীন চৌধুরীকে দোকানের পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী ফিরোজা বেগম (৫০) পরশুরাম থানায় হত্যা মামলা করেন।