• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

গাছে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে নিহত


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০১:০৩ পিএম
গাছে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে নিহত

খাগড়াছড়ির ওইমাড়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। 

বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন। 

নিহতরা হলেন—মানিকছড়ি উপজেলার চাল ব্যবসায়ী জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার (১২)। তারা মানিকছড়ির হাজীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিমেন্টবোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। পথে বুদংপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকে থাকা ২ জন নিহত হন। এ সময় চালক মেহেদী প্রকাশ লাভলুকে জীবিত উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!