• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থী নিহত


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০২:০৮ পিএম
সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থী নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এহসানুল ইসলাম রিজভী নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

রোববার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এহসানুল ইসলাম রিজভীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তিনি ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। রিজভী কলেজের উত্তর হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার রাতে অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই সুজিত বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে যায় পুলিশ। আমরা সেখানে গিয়ে জানতে পারি, তিনি মারা গেছেন।”

এসআই সুজিত আরও বলেন, “যতদূর জানতে পেরেছি, তার বাবা একজন ঠিকাদার। বাবার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ দেখতে অষ্টগ্রামে এসেছিলেন তিনি।”

Link copied!