• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০২:২২ পিএম
সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মনসুর আলী (৬০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে মেঘনাঘাট টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনসুর আলী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকার মৃত মো. আলীর ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, মেঘনাঘাট টোলপ্লাজার সামনে মনসুর আলী নামের অটোরিকশাচালককে অজ্ঞাত এক ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে বলেও জানান ওসি সাজ্জাদ করিম।

Link copied!