স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৯:১১ পিএম
স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

তৃণমূল নেতাদের মূল্যায়ন না করা, ত্যাগী নেতাদের অপমান ও অপদস্থ করায় সিলেটের বিভিন্ন উপজেলা ও পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

বুধবার (২৫ আগস্ট) সিলেট নগরের মিরাবাজারস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

তাদের মধ্যে রয়েছেন সিলেটের ১৪টি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল।

আলতাফ হোসেন বিলাল বলেন, এক যুগ ধরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। তাদেরকে বাদ দিয়ে নিষ্ক্রিয় ও অযোগ্য, এমনকি কমিটিতে ব্যাংক কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে একটি হাস্যকর কমিটি উপহার দেওয়া হয়েছে।

পদত্যাগকারী আলোচিত নেতাকর্মীরা হলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম কাদির, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন মিয়া, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান আহমদ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল আহমদসহ জেলা উপজেলা ও পৌর শাখার শতাধিক নেতাকর্মী।
 

Link copied!