• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বামীর সঙ্গে মনোমালিন্যে নববধূর আত্মহত্যা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ০৮:২৭ এএম
স্বামীর সঙ্গে মনোমালিন্যে নববধূর আত্মহত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্বামীর সঙ্গে মুঠোফোনে মনোমালিন্যের জের ধরে ফাঁস দিয়ে এক নববধূ আত্মহত্যা করেছে।  

রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামদেবপুর গ্রামের ইউসুফ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহতের নাম পিনু আক্তার (১৯)। তিনি উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামদেবপুর গ্রামের নুরুল ইসলাম সেলিমের মেয়ে।  

পুলিশ জানায়, চলতি বছরের ১৬ জানুয়ারি পিনু প্রেম করে বিয়ে করেন রায়হান আহমেদ নামের এক যুবককে। রোববার বিকেলের দিকে পিনু বাবার বাড়ি থেকে গিয়ে সোনাইমুড়ী বাজার থেকে শপিং করে আসেন। এরপর বিকেলের দিকে মোবাইলে স্বামী রায়হানের সঙ্গে তার মনোমালিন্য হয়। এ ঘটনার জের ধরে পরিবারের সদস্যদের অগোচরে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরান সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী সময়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!