• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অশ্লীল নাচের অভিযোগ 


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ১১:৩১ এএম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অশ্লীল নাচের অভিযোগ 

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটি অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌরসভার এক কর্মচারীকে শোকজ করেছেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

জানা গেছে, মঙ্গলবার (১ মার্চ) রাতে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিটি ওয়ার্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৮ নম্বর ওয়ার্ডের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বকশীগঞ্জ বাস টার্মিনালে। এ ওয়ার্ডের সাংস্কৃতিক অনুষ্ঠানে একজন নারী শিল্পী আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন করেন। এতে এলাকাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে প্রশাসন ও পৌর মেয়রের নির্দেশনায় অশ্লীল নৃত্য বন্ধ করা হয়।

বকশীগঞ্জ পৌর সভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বকশীগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক মিজানুর রহমানের উপস্থিতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান মঞ্চে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এ কারণে রাতেই বকশীগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক মিজানুর রহমানকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত মিজানুর রহমান বলেন, “আমাকে না জানিয়েই জনৈক মহিলা শিল্পী মঞ্চে উঠে অশ্লীল ও আপত্তিকর নৃত্য পরিবেশন করেছেন। পরে আমার দৃষ্টি গোচরে আসায় নৃত্য পরিবেশন বন্ধ করে দেওয়া হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!