মেহেরপুরে ছয়টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মেহেরপুর শহরের বড়বাজার এলাকার শিববাড়ি মন্দিরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ঢাকার মগবাজার এলাকার আশরাফুল কবিরের স্ত্রী কানিজ ফাতেমা লিপি এবং নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে শিবমন্দিরের সামনে থেকে এক নারীসহ দুই জনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬টি স্বর্ণের বার জব্দ করে।
পুলিশ আরও জানায়, আটক ৬টি বারের ওজন প্রায় ৭০০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা।
মেহেরপুর সদর থানা ওসি রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে কানিজ ফাতেমা লিপি ও মাসুদ স্বর্ণের বার নিয়ে মেহেরপুর শহরের বড় বাজারের দিকে যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা করা হচ্ছে। দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।