মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে প্রচারণা চালাতে গিয়ে নৌকার সমর্থকদের শটগানের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে স্বতন্ত্র প্রার্থীর ছয় সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী খোকন এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আবুল শিকদার (৫০), গোলাম হোসেন (৬১) ও সায়রা খাতুন (৬৫), আবুল শিকদার ও গোলাম হোসেন। হালিম কাজী (৫৮),আয়নাল হক ঢালী (৬৭) ও ইয়াসিন (২৭)।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহি আলম জানান, বুধবার রাত পৌনে ৯টার দিকে আহত আবুল শিকদার, গোলাম হোসেন ও সায়রা খাতুনকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরপর রাত সাড়ে ১০টার পরে শটগানের গুলিতে আহত হালিম কাজী, আয়নাল হক ঢালী ও ইয়াসিনকে হাসপাতালে আনা হয়। তাদের বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত হালিম কাজী বলেন, বৃহস্পতিবার ৮ টার দিকে গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনা চালাচ্ছিলেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক। এ সময় নৌকা প্রতিকের আবুল খায়ের মোহাম্মদ আলীর সমর্থকেরা মোজাম্মেলের লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ছেলে তানভীর হোসেনসহ আহত হয় দুইজন।
অভিযোগ অস্বীকার করে আবুল খায়ের বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। রাতে এরকম কিছু হয়েছে বলে আমার জানা নেই। প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।”